• আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার অবস্থা দেখলে খারাপ লাগে: কাদের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিশ্বের ১৪০ টি সিটির মধ্যে ঢাকা ১৩৭তম মোস্ট আন লিভেবল (বসবাসের অযোগ্য) সিটির অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আবার সবচেয়ে বেশি দূষিত। দুইটি অপবাদ আমাদের। দেখতে খারাপও লাগে। লজ্জাও লাগে।

ঢাকার বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকা শহর সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্বের যে ১১টি দেশ অগ্রসর তার একটি, সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। একটুও মানায় না।

মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্টের ওপর মতামত গ্রহণের জন্য সেমিনারে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা শহর৷ আমরা এভাবে আর থাকতে চাই না। এ সাবওয়ের স্বপ্ন দেখেন শেখ হাসিনা। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নেই। আড়াই কোটি মানুষের এই নগরীতে সাবওয়ে নির্মাণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে মনে করেন তিনি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com